সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, জনপ্রতিনিধিদের সাথে জনগণের মেলবন্ধন তৈরি করতে হবে। সকল ক্ষেত্রে জবাবদিহিতার সুযোগ থাকতে হবে।
ইউনিয়ন পরিষদকে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সকল উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করে ইউনিয়ন পরিষদ। কাজেই ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে।
বৃহস্পতিবার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ার সেবা প্রকল্পের উদ্যোগে মুখোমুখি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী তৌফিক বিন ইকবালের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। বিশেষ অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আছমা খানম, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, মুরব্বি আব্দুল ওয়াহাব খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিত হোসেন, সমাজসেবী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আশিক আলী ও সিএফজি কমিটির সভাপতি আইয়ুব আলী।
Leave a Reply