মৌলভীবাজার প্রতিনিধি : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান বলেছেন, জেলা পরিষদ নির্বাচন অন্যান্য নির্বাচনের মতো নয়। এটি স্থানীয় সরকার ব্যবস্থায় অতি গুরুত্বপূর্ণ নির্বাচন। অনেকে মনে করছেন, টাকা দিয়ে ভোট কেনা যাবে; কিন্তু তাদেরকে মনে রাখতে হবে, এই নির্বাচনে ভোটার হচ্ছেন নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার, মেয়র ও কাউন্সিলররা। জনপ্রতিনিধিরা বিবেকহীন মানুষ নন যে তাদের টাকা দিয়ে কেনা যাবে।
সোমবার পৌর মিলনায়তনে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সমর্থনে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র ও জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আজমল হোসেন, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অর্ধেন্দু দে, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জেলা শ্রমিক লীগ সভাপতি সৈয়দ মফচ্ছিল আলী, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হক প্রমুখ।
বক্তারা জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারে চেয়ারম্যান পদে বর্ষীয়ান জননেতা আজিজুর রহমানকে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে সমর্থন দেয়ায় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
Leave a Reply