নিজস্ব প্রতিবেদক : সিলেটে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেছেন, জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ নেতৃত্বগুণেই বাঙালির ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হয়ে আছেন। অবিচল আস্থার প্রমাণ দিয়েই তিনি হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধুর আস্থাভাজন। মহান ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, সদ্যস্বাধীন দেশের জন্যে ১৫২টি দেশের স্বীকৃতি আদায়, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন-এক কথায় দেশ ও জাতির প্রতিটি প্রয়োজনে তার রাজনৈতিক প্রজ্ঞা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথ দেখাবে। তাকে জানার মধ্য দিয়ে রাজনীতির পাঠ গ্রহণ অপরিহার্য হয়ে গেছে।
স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী জননেতা আব্দুস সামাদ আজাদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ বুধবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, আয়োজক সংগঠনের অন্যতম সদস্য ফয়জুল আনোয়ার আলাওরের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলা আইন সম্পাদক আজমল আলী, মহানগর সদস্য সুদীপ দেব, জেলা সদস্য আবদাল মিয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহসভাপতি এম এ রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও মহানগর সভাপতি নাঈম হাসান।
Leave a Reply