নিজস্ব প্রতিবেদক : সিলেটবাসীর আপনজন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে মহানগরীর হযরত মানিক পীর টিলা কবরস্থানে সমাহিত করা হয়েছে। এই জনপদের সকল মানুষ চোখের জলে প্রিয় নেতাকে শেষ বিদায় জানিয়েছেন।
সোমবার বিকেল পৌণে ৩টায় স্বাস্থ্যবিধি অনুযায়ী জনতার কামরানকে শারীরিক দূরত্ব বজায় রেখে ছুটে আসা জনতার উপস্থিতিতে চিরশয্যায় রাখা হয়। এসময় সর্বস্তরের মানুষের কান্নায় সেখানে শোকাবহ পরিবেশ বিরাজ করছিল।
‘করোনা’য় আক্রান্ত হয়ে বদর উদ্দিন আহমদ কামরান গতরাত ৩টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।
দুপুরে মরদেহ সিলেট পৌছার পর প্রথমেই নেওয়া হয় মহানগরীর ছড়ার পাড়ে তার বাসায়। পরে এলাকায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। এরপর হযরত মানিক পীর টিলায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।
বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন ও বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এছাড়া কেন্দ্রীয়, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন।
সিলেট জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও শোক প্রকাশ করেছেন।
Leave a Reply