সুনামগঞ্জ প্রতিনিধি : খাদ্যমস্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার, ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহের, দেশের সকল মানুষকে খাদ্য সহায়তার এবং কৃষকদেরকে ন্যায্যমূল্যে সার ও বীজ দেওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন। তিনি কথা রেখেছেন-সব দিয়েছেন। বাংলাদেশ তার নেতৃত্বে এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। তাই মানুষ তাকেই রাষ্ট্র পরিচালনায় বারবার দেখতে চায়।
খাদ্যমন্ত্রী আরও বলেছেন, বিএনপি-জামায়াতের শাসনামলে ১৯ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। দেশ ছিল পরনির্ভরশীল। বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র হতে যাচ্ছিল। দেশের মানুষ সেই দিনগুলোর কথা ভুলেনি। তাই বিএনপির ডাকে সাড়া দিচ্ছেনা-দেবেনা।
রবিবার বিকেলে তিনি সুনামগঞ্জ জেলায় বোরো ধান ও চাল সংগ্রহ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, কৃষকরা সরাসরি ন্যায্যমূল্যে ধান-চাল গুদামে দিতে পারবেন। কোন ফড়িয়া বা সিন্ডিকেটের মাধ্যম ধানচাল কেনা যাবে না।
তিনি চলতি বছর সরকারিভাবে ২৮ হাজার ৬৬৬ মেট্রিক টন ধান সংগ্রহের ঘোষণা দেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো মাইনুদ্দিন, পুলিশ সুপার মো মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাঈদ সাইফুল,জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন।
Leave a Reply