সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, জোর করে ক্ষমতা আকড়ে রাখতে আওয়ামী লীগ পাগল হয়ে গেছে। সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশন ভোটের নামে জনগণের সঙ্গে তামাশা করছে। ইতোমধ্যে বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে যে, এই ‘ফ্যাসিস্ট’ সরকার ও তাদের আজ্ঞাবহ এই ইসির অধীনে কোন দিনও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই জনগণ এই প্রহসনের নির্বাচনে যাবেনা।
শনিবার, ৩০ ডিসেম্বর (১৫ পৌষ) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর কালিঘাট এলাকায় জেলা বিএনপির উদ্যোগে চলমান অসহযোগ আন্দোলনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান জানিয়ে বলেন, এটা কোন নির্বাচন নয় ’নৌকা’, স্বতন্ত্র, বিদ্রোহী ও ‘গৃহপালিত’ দলের নামে তারা কথিত ভোট করবে। এই ভোটে যে প্রতীকেই ভোট দেওয়া হোক না কেন প্রকৃতপক্ষে আওয়ামী লীগকেই দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান পাটোয়ারী রিপন , আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম শাহপরান ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ডা নাজিম উদ্দিন, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সহসাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহমানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, সহতথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন, জিয়াউর রহমান দীপন, সহক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, রাহুল হোসেন সাহেল, আজিজুল হোসেন আজিজ, বোরহান উদ্দিন, রাসেল আহমদ, বেলাল আহমদ, আব্দুর রাজ্জাক, শেখ সুজা, রাহাত আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply