নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘আমরা জনগণের পুলিশ হতে চাই-জনতার পুলিশ হতে চাই।’
রবিবার দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
আইজিপি জানান, মুজিববর্ষে দেশের ৭০০ থানায় ৪টি করে হেল্পডেস্ক স্থাপন করা হবে। পুলিশের জীবনমান উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়ন করা হচ্ছে পুলিশ ব্যারাকের। এ বছরই দেশের সবগুলো থানায় নতুন গাড়ি দেওয়া হবে
আইজিপি সকালে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (র) ও হযরত শাহপরান (র) মাজার জিয়ারত করেন।
পরে তিনি সিলেট মহানগর পুলিশ ও জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস মাঠে আয়োজিত পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।
Leave a Reply