সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আগামী ১৯ নভেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে সিলেট বিভাগজুড়ে জনজোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সাধারণ মানুষ বিএনপির গণসমাবেশে যোগদান কারার প্রস্তুতি নিচ্ছেন। জনসমাগম ঠেকাতে সরকার বিভিন্ন অপকৌশল করছো। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে সমাবেশ স্থলের দিকে জনগণের এগিয়ে আসাকে সরকার কোনমতেই সহ্য করতে পারছে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। স্বাধীনভাবে বাঁচতে ও স্বাচ্ছন্দ্যে চলতে মানুষ বিএনপির নৈতিক আন্দোলনে সমর্থন দিয়েছে। কোন অপশক্তিই আগামী ১৯ নভেম্বরের গণসমাজকে ঠেকাতে পারবে না। সিলেটের গণসমাবেশ জনতার ঢল নামবে।
বুধবার দিনভর দক্ষিণ সুরমা উপজেলায় প্রচারণা শেষে চণ্ডিপুল এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মো শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় পথসভায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষের এখন ‘নুন আনতে পানতা ফুরায়’ অবস্থায় রয়েছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দেশকে বাঁচাতে, মানুষকে বাঁচতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণসমাবেশে যোগদান করতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, বিএনপি নেতা গোলাম রব্বানী, রফিকুল ইসলাম শাহপরান, লোকমান আহমদ, আসাদ উদ্দিন, আজিজুল হোসেন আজিজ, দেওয়ান জাকির হোসেন খান, জালাল খান, দুলু মিয়া, ফয়জুর রহমান পীর, বক্তিয়ার আহমদ ইমরান, মাহমদ আলী, সোহেল ইবনে রাজা, পাবেল আহমদ, রায়হানু হক, শামসুর রহমান সুজা, মুক্তার আহমদ, সাদেক আহমদ, নাহিদ আহমদ, রিপল আহমদ, জাহেদ আহমদ, আব্দুল মজিদ, নাসিম আহমদ, আফসার আহমদ, আল-আমিন প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply