বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এদেশে আন্দোলন-সংগ্রাম ছাড়া দাবি আদায় করা যায়না। তাই জনগণের দাবি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণই আদায় করে নেবে।
শুক্রবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কে শেরপুর সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রুমেল আহমদের বৌভাতে অংশগ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন।
Leave a Reply