বাসদ (মার্কসবাদী) কেন্দ্র ঘোষিত দাবি সপ্তাহের সমাপনী কর্মসূচি হিসেবে শুক্রবার বিকেলে সিলেট মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগর ভবন পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, দলের জেলা আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব ও মোখলেছুর রহমান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসে দেশের মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত। সংক্রমণ মোকাবেলায় ব্যর্থ সরকার জনগণকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে, যারা মরার মরবে-যারা বাঁচার বাঁচবে। অন্যদিকে করোনাজনিত অর্থনৈতিক মন্দার অজুহাতে ছাঁটাই-বেতন কর্তন চলছে এবং বেকারত্ব ও দারিদ্র্য বাড়ছে। প্রবাসীরা অনেকে কাজ হারিয়ে দেশে ফিরে আসছেন। আওয়ামী লীগ সরকার ২৫টি রাষ্ট্রীয় পাটকল বন্ধ করে ৬০ হাজার শ্রমিককে এক ধাক্কায় বেকার করে দিয়েছে। পাটচাষীদেরও ক্ষতিগ্রস্ত করেছে। কোন আলোচনা ছাড়া লোকসানের অভিযোগ তুলে ৬টি চিনিকল বন্ধের ঘোষণা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হবে চিনিকল শ্রমিক ও আঁখ চাষী। লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিলের বোঝা, বর্ধিত পানির বিল-গাড়ি ভাড়ায় মানুষ দিশেহারা। অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষ-কৃষক-নিম্নবিত্তকে সহায়তা দেওয়ার পরিবর্তে প্রধানত শিল্পপতি-ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা দিচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, এই সরকার ভোট ডাকাতির সরকার। এ কারণে জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। সম্পূর্ণ ফ্যাসিবাদী প্রক্রিয়ায় দেশ পরিচালনা করছে। মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে, উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাটের প্রতিযোগিতা চলছে।
নেতৃবৃন্দ এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরভবন পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদমিনারের সামনে গিয়ে শেষ হয়।
Leave a Reply