নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড কামাল হোসেন বলেছেন, গত কয়েক বছরে জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে। এই অধিকার পুনরুদ্ধার করে দেশে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। এজন্যে জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনে নেমেছে।
বুধবার বিকেলে সিলেট মহানগরীর রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ড কামাল হোসেন বলেন, সরকার দাবি করছে, দেশে উন্নয়ন হয়েছে। আসলে উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তির-সাধারণ মানুষের নয়।
সমাবেশে প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ডিজিটাল চুরির সুযোগ দেয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায় ও ড মঈন খান, সুলতান মোহাম্মদ মনসুর, ডা জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না ও সুব্রত চৌধুরী সহ জাতীয় ঐক্যফ্রন্টের প্রায় সকল কেন্দ্রীয় নেতা।
Leave a Reply