জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর, ইউকের আলোচনা সভা ও চ্যারিটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭টায় লন্ডনের ওয়াটার লিলি উইকহ্যাম স্যুটে অনুষ্ঠিত আলোচান সভায় সভাপতিত্ব করেন হবিবপুর গ্রামের মুরব্বি সাজ্জাদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বেথনালগ্রিন ও বো আসনের এমপি রুশনারা আলী। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হেমলেটসের মেয়র জন বগিস। স্বাগত বক্তব্য রাখেন জনকল্যাণ ট্রাস্টের সভাপতি মো আলী আহমেদ। আরো বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর হেলাল রহমান, মুরব্বি মো আরফিক আলী, মো নির্যাস মিয়া, মো জুনেদ আহমেদ, আবু সুফিয়ান চৌধুরী, কাউন্সিলর আয়াস মিয়া, মো আব্দুল নূর, শফিউল আলম বাবু, মো আনর আলী, মো বোরহান উদ্দিন ছফি, মিসবাহুজ্জামান সুহেল, মো জুবায়ের আহমেদ, মো মাসুম আহমেদ, মো মন্তেশ্বর আলী, মো আবুল হোসেন, মো রাজু আহমেদ, মো লুৎফুর রহমান, মুরব্বি মো মঈনুদ্দিন ও মো আজিজুর রহিম মিছবা। যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু তারেক শিপন ও সদস্য আবু সালেহ মো মামুন।
আলোচনা সভার শুরুতে জনকল্যাণ ট্রাস্ট প্রকাশিত প্রথম স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
Leave a Reply