নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘জঙ্গি নির্মূল করো, জঙ্গি-সঙ্গী বর্জন ও বিচার করো, দুর্নীতি ও বৈষম্যের অবসান করো, সুশাসন ও সমাজতন্ত্রের বাংলাদেশ গড়ো’-এ আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে জাসদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিটি পয়েন্ট হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকমীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য শামীম আখতার, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল হক, জেলা জাসদ সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জাতীয় কমিটির সদস্য মজির উদ্দিন আনসার, মহানগর নেতা মহি উদ্দিন চৌধুরী, মাহবুব এলাহী, সৈয়দ আনসার আলী, রুমায়ুন সিদ্দিকী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, দফতর সম্পাদক রেজাউল কিবরিয়া লিমন, সাংস্কৃতিক সম্পাদক রাকেশ ভট্টাচার্য্য, টুকেরবাজার ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদ মিয়া, জেলা নেতা শমশের আলম, মুকুল আহমদ পুতুল, আলতাফ উদ্দিন, স্বপন বর্মণ, হুমায়ুন কবীর প্রমুখ।
জেএসডি : ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আম্বরখানাস্থ অস্থায়ী কার্যালয়ে দুপুর ১২টায় জেলা ও মহানগর জেএসডি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনির উদ্দিন মাস্টার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহানগর সভাপতি সেলিম জামান চৌধুরী, জেলা নেতা মোস্তাক আহমদ বাবু, মোফাজ্জল করিম চৌধুরী, জুয়েল আহমদ, কাওসার আহমদ, হোসেন আহমদ, আবর আলী, দিলাল আহমদ, আরিফুল হক, সোহেল আহমদ, মোস্তাক আহমদ, এনামুল হক, আব্দুল কুদ্দুছ প্রমুখ।
Leave a Reply