নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারাদেশে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে এবং জীবনের সর্বস্তরে মাতৃভাষা প্রচলনের নতুন প্রত্যয়ে জাতি মঙ্গলবার অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
বাঙালির ইতিহাসের এই অনন্য দিনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গি তৎপরতা সহ সকল প্রকার অপকর্ম প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে তোলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত হয়।
সিলেটে একুশের প্রথম প্রহরে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছিল। এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে তিনদফা মাঝারি ধরনের বৃষ্টি হয়। কিন্তু এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ রোধ করতে ব্যর্থ হয় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার অভিমুখী জনস্রোত। হাতে ফুলের ডালা। কণ্ঠে সেই কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে বাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’
মঙ্গলবার রাত ঠিক ১২টা ১ মিনিটে যথারীতি শুরু হয় মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন। অন্যান্য বারের মতো এবারো প্রথমে শ্রদ্ধা নিবেদন করে সিলেট কেন্দ্রীয় মিনার বাস্তবায়ন পরিষদ। এরপর জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা। অতঃপর প্রথা অনুসারে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সংগঠকরা শ্রদ্ধা নিবেদন করেন।
শেষরাতও ছিল বৃষ্টি ঝরা। অমর একুশের সকাল ৮টা পর্যন্ত চলছিল মাঝারি ধরনের বৃষ্টির দাপট। তবু সিলেট কেন্দ্রীয় শহীদমিনার অভিমুখে অজস্র মানুষের প্রত্যয়ী প্রভাতফেরি এগিয়ে যেতে থাকে। এবার অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরি বের করে। এতে ছোট্ট শিশু সহ অনেক বয়স্কমানুষ অংশ নেন। আসেন বিপুল সংখ্যক নারীও। সবাই বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহীদদের স্মরণের পাশাপাশি জীবনের সর্বস্তরে মাতৃভাষা বাংলা চালুর মাধ্যমে রফিক, শফিক, সালাম, জব্বার ও বরকতের স্বপ্ন সফলের অঙ্গীকার ব্যক্ত করেন।
সিলেটে বিভাগের অন্যান্য জেলায়ও নানা কর্মসূচিতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
Leave a Reply