NATIONAL

Prime Minister Sheikh Hasina has said that no tolerance will be shown if incidents like 2013-14 arson, inhumanity and brutality occur before the next national election in the name of agitation || প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্দোলনের নামে আগামী জাতীয় নির্বাচনের আগে ২০১৩-১৪ সালের মতো অগ্নিসংযোগ, অমানবিক ও নৃশংসতার মতো ঘটনা ঘটালে কোনো সহনশীলতা দেখানো হবেনা

 
সংবাদ সংক্ষেপ
‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ পেলেন আতাউল করিম সেলিম ওসমানীনগরে ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ || গ্রেফতার একজন গোলাপগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের বিনাশ্রম কারাদণ্ড ভূমিকম্প সতর্কতায় বিল্ডিং কোড শতভাগ অনুসরণ করতে হবে : বিভাগীয় কমিশনার সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনের কারাদণ্ড সিলেটে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস জাফলং ইসিএ এলাকায় টাস্কফোর্স অভিযানে দেড়লাখ টাকা জরিমানা আদায় সিকৃবিতে ১১১টি দেশের চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত হলেন ৭ নেতা ব্রিটেনের ক্যামডেন মেয়র নাজমা রহমানকে সিসিকের সংবর্ধনা 5th Sylhet Film Festival organized by SAUFS ended  Exchange of views of State Minister Mahbub Ali MP চুনারুঘাটে জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী র‌্যাবের অভিযানে সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৪০২ বোতল মদ ও ৬৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ সুনামগঞ্জে এক যুবককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন উন্মুক্ত হলো সিলেটে সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র শারদা স্মৃতি ভবন || ভাড়া নির্ধারণ শিগগির

জঙ্গি আস্তানা নামে পরিচিতি পাওয়া আতিয়া মহল মালিক পক্ষকে বুঝিয়ে দেয়া হলো

  • মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : সিলেটে জঙ্গি আস্তানা নামে পরিচিতি পাওয়া আতিয়া মহল মালিক পক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে।
জঙ্গি বিরোধী অভিযানের ১৮ দিন পর মঙ্গলবার সকাল ১০টায় সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক, অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা ও মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজলের উপস্থিতিতে মালিক উস্তার আলী আতিয়া মহল সমজে নেন। এরপর প্রথমে একতলা ভবনে, পরে চারতলা ভবনে এবং সবশেষে পাঁচতলা ভবনের বাসিন্দাদের প্রবেশ করতে দেয়া হয়।
অনুমতি পাওয়ামাত্র যেন হুমড়ি খেয়ে পড়েন সবাই। তবে লাইন ধরে ঢুকে নিজ নিজ ফ্ল্যাটে ছুটে যান। সাথে পুলিশ। পরে সাংবাদিকরাও ভিতরে যাবার সুযোগ পান।
একতলা ও চারতলা ভবন যেমনি খুব বেশি ক্ষতি তেমনি মালপত্রের ক্ষতিও তেমন নয়: কিন্তু যে পাঁচতলা ভবনের নিচতলায় জঙ্গিরা ছিল সেটার নিচতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কিছুরই অস্তিত্ব নেই। এমনকি পিয়ালী চৌধুরী নামের এক শিক্ষিকার শিক্ষা সনদগুলোও নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় তলায়ও ক্ষতি হয়েছে ব্যাপক। তবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় গুলির আঘাতে আসবাবপত্রের ক্ষতি হলেও ধন-সম্পদ খোয়া যায়নি। একটি রুটি, বিস্কুট ও মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, তার ১১ ভরি সোনা ও নগদ একলাখ টাকা যেখানে রেখে এসেছিলেন সেখানেই পেয়েছেন। তবে অনেক জিনিস অগোছালো হয়ে আছে।
আতিয়া মহলের মালিক উস্তার আলী জানালেন, একতলা ও চারতলা ভবন বসবাস উপযোগী। তাই বাসিন্দারা ইচ্ছে করলে থাকতে পারবেন; কিন্তু পাঁচতলা ভবনটির কাঠামো ঠিক থাকলেও বাইরের দিকের দেয়ালগুলো ভেঙ্গে যাওয়ায় কাউকে থাকতে দেয়া হচ্ছেনা।
মহানগর পুুলিশের উপ কমিশনার বাসুদেব বণিক জানান, আতিয়া মহলের বাসিন্দারা মালামাল ইচ্ছে করলে রেখে যেতে পারেন। পুলিশ এসব মালামালের নিরাপত্তার ব্যাপারে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
আতিয়া মহল খুলে দেয়ার পাশাপাশি আশেপাশের দোকানপাট খোলার অনুমতি দেয়ায় সকাল ১০টা থেকে সেগুলো খুলে যায়। এলাকাবাসী এতে সন্তোষ প্রকাশের পাশাপাশি জঙ্গি দমনে সফল হওয়ায় সরকার, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান শুরু হয় ২৪ মার্চ। প্রথম দিন একতলা ভবন ও চারতলা ভবনের বাসিন্দা ১৬টি পরিবারকে উদ্ধার করে পুলিশ। আর দ্বিতীয়দিন পাঁচতলা ভবনের ২৭টি পরিবারকে সেনা বাহিনীর প্যারা কমান্ডো ইউনিট উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

সংবাদ অনুসন্ধান

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest