নিজস্ব প্রতিবেদক : র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের অভিযানের প্রথম দিন সোমবার বিকেলে আতিয়া মহল থেকে উদ্ধারকৃত দুই জঙ্গির মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে মৃতদেহ দুটির ময়নাতদন্ত হয়।
সিলেট কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতি হওয়ায় মৃতদেহগুলো বিকৃত হয়ে গেছে। এছাড়া মৃতদেহগুলোর দাবি নিয়ে কেউ আসেনি। তাই ডিএনএ নমুনা রাখা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনে এসব নমুনা ব্যবহার করে জঙ্গিদের পরিচয় নিশ্চিত করা যাবে।
Leave a Reply