মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার একটি বাড়ি ও সদর উপজেলার ফতেহপুর গ্রামে একটি বাড়িতে জঙ্গি অবস্খানের সন্দেহে পুলিশ ঘিরে রেখেছে।
বুধবার ভোর থেকে পলিশ বাড়ি দুটি ঘেরাও করে। একই ব্যক্তি মালিকানাধীন বাড়ি দুটিতে জঙ্গিরা অবস্থান করছে বলে পুলিশ ধারণা করছে। ইতোমধ্যে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বাড়ি দুটির চারপাশে অবস্থান নিয়েছেন। জননিরাপত্তার স্বার্থে এ দুটি এলাকার দুই কিলোমিটার জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল ও দুপুরে ঐ বাড়ি দুটিতে বিস্ফোরনের শব্দ পাওয়া যায়।
পুলিশের বিশেষ শাখা সোয়াত জঙ্গিদের ধরতে অংশ নিতে পারে বলে জানা গেছে।
Leave a Reply