খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইতোমধ্যেই জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের মতো এখন ঐক্যবদ্ধ। মানুষ যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে জঙ্গি দমন করছে তাতে জঙ্গিরা দেশ থেকে নির্মূল হতে বাধ্য।
তিনি আরো বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করেছেন। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি প্রত্যক্ষভাবে জঙ্গিদের সহযোগিতা করছে। এটা তাদের কথাবার্তা ও আচরণে প্রকাশ পায়। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে পরিকল্পনা মাফিক কাজ করে।
শনিবার বিকেলে পেশাজীবী সমন্বয় পরিষদ সিলেটের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা মূলক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। স্বাগত বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম সামিউল আলম। পরিচালনায় ছিলেন অতিরিক্ত পিপি শামসুল ইসলাম। এছাড়াও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
Leave a Reply