নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিবাদ নির্মূল অান্দোলেন শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের উপরও নজর রাখতে হবে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত ’শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আঞ্চলিক শিক্ষা প্রশাসনের সহযোগিতায় মহানগরীর খরাদিপাড়ায় আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সিলেট বিভাগের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের সর্বনাশ করতেই একটি মহল জঙ্গিবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে
সরকার জঙ্গিবাদ বিরোধী সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদেরকেও কার্যকর ভূমিকা পালন করতে তিনি অাহ্বান জানান।
Leave a Reply