‘সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কা মুক্ত জীবন চাই’ এই স্লোগানকে সামনে রেখে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো শহিদুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্বর্ণলতা রায়। বিশেষ অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো সালা উদ্দিন আলী আহমদ, সিটি কাউন্সিলর শামীমা স্বাধীন, বিশিষ্ট সংগীত শিল্পী লাভলী দেব, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট সিটি কর্পোরেশন অঞ্চলের সভাপতি রেহানা ফারুক শিরিন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রোনা বেগম, রাবেয়া আক্তার রিয়া, সামসুন্নাহার খানম, বিউটি বর্মন, রাহেলা জেরিন কানন ও সমন্বয়কারী জাহেদ লস্কর।
Leave a Reply