নিজস্ব প্রতিবেদক : গণজাগরণ মঞ্চেরর কর্মী জগৎজ্যোতি তালুকদারের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গণজাগরণ মঞ্চ সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে।
বিক্ষোভ মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু সহ অন্যরা যোগ দেন।
Leave a Reply