সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুনামগঞ্জ শহর প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের শহর, মুক্তিযুদ্ধের শহর, উন্নয়নের শহর আর অসাম্প্রদায়িকতার শহর। আয়ূব বখত জগলুল জীবদ্দশায় অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে একজন সাদা মনের মানুষ হিসেবে সুনামগঞ্জকে মাদক ও সন্ত্রাস মুক্ত একটি পরিচ্ছন্ন আধুনিক শহর গড়ার জন্য কাজ করে গেছেন।
শনিবার বিকেলে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক মেয়র আয়ূব বখত জগলুলের প্রথম মৃতুবার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর
রহমান, সাবেক মহিলা সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। সভাপতিত্ব করেন, পৌর মেয়র নাদের বখত। সঞ্চালনায় ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু।
Leave a Reply