জগন্নাথপুর প্রতিনিধি : সুনাগঞ্জের জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতিকে প্রধান আসামি করে থানায় অভিযোগের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা সদরের মধ্যবাজারে ব্যবসায়ীদের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দাল মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বর্তমান সভাপতি আফছার উদ্দিন ভূঁইয়া, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র শফিকুর হক, কাউন্সিলর আবাব মিয়া, সোহেল আহমদ, ব্যবসায়ী তাজউদ্দিন, শফিকুর রহমান লিলু, শশীকান্ত গোপ, আব্দুল জব্বার, ছালিক আহমদ পীর, মুজিবুর রহমান মুজিব ও সাফরোজ ইসলাম মুন্না।
বক্তরা বলেন, পরিবহণ মালিক ও শ্রমিক সমিতি যদি তাদের কর্মসূচি থেকে সরে না আসে তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। গাড়ি বন্ধ করা হলে ব্যবসায়ীরাও দোকান বন্ধ করে দেবেন।
Leave a Reply