জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী জগন্নাথপুর নার্সারি স্কুলের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আকমল খানের দেওয়া ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে জগন্নাথপুর নার্সারি স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও নার্সারি স্কুলের ভাইস প্রিন্সিপাল মাহফুজ আয়শার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জ্যেষ্ঠ সাংবাদিক শংকর রায় ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত।
Leave a Reply