র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের পেশাদার ৫ সদস্যকে ২টি পাইপ গান ও দেশীয় অস্ত্র সহ আটক করেছে।
র্যাব-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে উপজেলার বাউরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এই ৫ জনকে আটক করে।
এ সময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে র্যাব-৯ জানিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন, লে কমান্ডার ফয়সল আহমদ। অভিযানে আটককৃতদের নিকট থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
Leave a Reply