জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে থানা পর্যায়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আইজিপি এ কে এম শহীদুল হক তাকে সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করেছেন।
মঙ্গলবার বিকাল ৩টায় সুনামগঞ্জ পুলিশ লাইনে পুলিশ সুপার বরকতুল্লাহ খান এসআই সাইফুল আলমের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এ সময় সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply