জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্যের ‘বাংলা মিরর’ পত্রিকার সম্পাদক ও জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা আব্দুল করিম গণিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার দুপুরে জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে পৌর পয়েন্টের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়ের সভাপতিত্বে ও জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অনলাইন নিউজ পোর্টালটির নির্বাহী সম্পাদক আলী আহমদ, প্রতিষ্ঠাতা ওয়েবমাস্টার অরূপ সরকার, বাংলাটিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, সুনামগঞ্জ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি বিপ্লব দেবনাথ, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ও জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক জুয়েল আহমদ, নিজস্ব প্রতিবেদক রুম্মান আহমেদ, রানীগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি সিন্ধু মনি ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন প্রতিনিধি সৈয়দ মোস্তাক আহমেদ।
বক্তারা বলেন, আব্দুল করিম গনি যুক্তরাজ্যে সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখছেন।
Leave a Reply