জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবলীগ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তিন প্রান্তিক কৃষকের ধান কেটে দিয়েছেন।
বৃহস্পতিবার দিনভর তারা উপজেলার মইয়ার হাওরে কৃষক সিরাজ মিয়া, শহীদ মিয়া ও সুজন মিয়ার ৫ বিঘা জমির ধান কেটে দেন।
এসময় তাদের সাথে একাত্ম হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমও ধান কাটায় যোগ দেন।
ধান কাটায় নেতৃত্ব দেন, জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, আবুল ফজল ও রাসেল আহমদ এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি ও সাধারণ সম্পাদক শাহ রুহেল।
সুনামগঞ্জ প্রতিনিধি : ধানকাটা শ্রমিকের অভাব দূর করতে এবার সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছেন।
শুক্রবার জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বাবুর
নেতৃত্বে তারা জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের শনির হাওরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এক কৃষকের ১৫০ শতক জমির ধান কেটে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, দফতর সম্পাদক জয়ন্ত তালুকদার ও সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
Leave a Reply