জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের বিভিন্ন সড়কে অবৈধ গাড়ি পার্কিং ও স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে।
শনিবার বিকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে বিভিন্ন সড়কে অবৈধ বাস, সিএনজি অটোরিক্সা, টমটম ও মোটরসাইকেল পার্কিং ও স্ট্যান্ড উচ্ছেদ করেন।
বিভিন্ন বিপণি বিতানের সামন সহ যেখানে সেখানে গাড়ি পার্কিং করায় উপজেলা সদরে দিন দিন যানজট ও দুর্ঘটনা বেড়েই চলছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম জানান, এই জনদুর্ভোগ অবসানে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply