আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান (র) ফাউন্ডেশন আয়োজিত এবং সৈয়দ শাহ শামসুদ্দিন (র) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা ভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা ২০২২ সম্পন্ন হয়েছে।
বুধবার সৈয়দপুর বালিকা মাদরাসা সংলগ্ন মাঠে সকাল থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। দুই পর্বের প্রতিযোগিতায় প্রথম পর্বে উত্তীর্ণ হন সেরা দশজন। দ্বিতীয় পর্বে সেরা হন তিনজন। বিভিন্ন মাদরাসা ভিত্তিক প্রতিযোগিতায় আরও সাতজন বিজয়ী হন। প্রথম স্থান অধিকার করেন হাফিজ কারী আবু রায়হান, দ্বিতীয় হন মুহাম্মদ সাব্বির হোসেন এবং তৃতীয় হয়েছেন মুহাম্মাদ হাফিজুর রহমান।
সেরা সাতজনে ছিলেন আবু হানিফা, সৈয়দ নাহিন আহমদ, সৈয়দ জহির উদ্দিন, মেহদী হাসান, সোহান কামালী, আব্দুল মুমিন খান ও মারজান আহমদ। প্রতিষ্ঠান কেন্দ্রীক বিজয়ীরা হলেন, জাহিদ আহমদ, নোফাইল আহমদ, তাহিন আহমদ, ইজহারুল ইসলাম খান, ইমরান আহমেদ, জুবায়ের আহমদ, আমির হোসেন ও হুমায়েদ হাদী।
আলহাজ্ব আতাউর রহমান (র) ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা ড সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কিরাত প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসাবে ছিলেন সিলেট বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব কারী মাওলানা মুখতার আহমদ। বিচারক প্যানেলে আরও ছিলেন, কারী কমর উদ্দিন, হাফিজ কারী সাদিক আহমদ, হাফিজ মাওলানা কারী সৈয়দ আলমগীর গাজী, হাফিজ মাওলানা জালাল আহমেদ এমদাদ, কারী মাওলানা আমিনুল ইসলাম রাজু, হাফিজ মাওলানা সৈয়দ সোহাইল আহমেদ, হাফিজ মাওলানা কারী মুহিবুর রহমান, মাওলানা কারী শেখ বিলাল আহমদ, মাওলানা কারী শামসুজ্জামান ও কারী মাওলানা মুহাম্মদ আলী।
হাফিজ মাওলানা খালেদ আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, কবি ও গবেষক সৈয়দ মবনু, শাহারপাড়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আইয়ূব আলী কামালী, সৈয়দ আতাউর রহমান ফাউন্ডেশনের সেক্রেটারি মাহবুব মুহাম্মদ, সৈয়দ শাহ শামসুদ্দিন (র) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার নির্বাহী মুহতামীম হাফিজ মাওলানা মুহিবুর রহমান, আলহাজ্ব আতাউর রহমান (র) ফাউন্ডেশনের সদস্য সৈয়দ হিলাল আহমদ প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা কারী মুখতার আহমদ।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply