সুনামগঞ্জ প্রতিনিধি : প্রায় ৯ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনের জন্যে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮৭টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। প্রথমদিকে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি খুব কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়তে থাকে।
এবার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা রিটানিং কর্মকর্তা মো কামরুজ্জামান জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়।
Leave a Reply