জগন্নাথপুর প্রতিনিধি : আগামীকাল বৃহস্পতিবার, ২৫ মে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন। এজন্যে আজ বুধবার, ২৪ মে ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ সরঞ্জাম পাঠানো হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে একটানা ভোট নেওয়া হবে।
জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের মৃত্যুতে পদটি শূন্য হয়।
উপনির্বাচনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বীরা
হলেন, আওয়ামী লীগের নূরুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির আতাউর রহমান (লাঙ্গল), জমিয়ত উলামায়ে ইসলামের আব্দুল কাইয়ুম কামালী সিতু (খেজুর গাছ) এবং স্বতন্ত্র হারুন রশীদ (আনারস) ও সৈয়দ তালহা আলম (কাপ পিরিচ)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান, উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৮৯টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। স্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৫২৯। এছাড়া অস্থায়ী ৭০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩১ ও নারী ভোটার ৯৯ হাজার ৯১৭।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ইতোমধ্যে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ৩ স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে। এছাড়াও সাদা পোশাকে বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
Leave a Reply