জুয়েল আহমদ, জগন্নাথপুর : আট বছর পরে হলেও শেষপর্যন্ত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এই সম্মেলনকে ঘিরে নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে একদিকে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা অন্যদিকে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা। বিশেষ করে জেলা ও উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল, পার্শ্ববর্তী দিরাই উপজেলা সম্মেলনের লঙ্কাকাণ্ড ও শান্তিগঞ্জ উপজেলা সম্মেলনের পরিণতি সবাইকে বেশ ভাবিয়ে তুলেছিল। তবে ভালয় ভালয়ই সবকিছু সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সদরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ জেলা সহসভাপতি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান ও সহসভাপতি নোমান বখত পলিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। প্রথম পর্বে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা সভাপতি আকমল হোসেন। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল করিম।
দ্বিতীয় পর্বে ছিল কার্যনির্বাহী কমিটি গঠন। এতে সভাপতি নির্বাচিত হন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন। সাধারণ সম্পাদক হন রেজাউল করিম। দুজনেই পুনঃনির্বাচিত হলেন। এছাড়া সহসভাপতি পদে মিজানুর রশীদ ভূঁইয়া ও যুগ্মসাধারণ সম্পাদক পদে আবুল হাসানের নাম ঘোষণা করা হয়।
সম্মেলন সফল হওয়ায় স্বস্তি পেয়েছেন নেতা-কর্মী-সমর্থকরা। তবে মূল দুই পদে নতুন মুখের আশা পূরণ না হওয়ায় কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন।
Leave a Reply