জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর ইয়াংস্টারের উদ্যোগে রানীগঞ্জ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য ইয়াংস্টারের সহ সভাপতি মো. সুজাত মিয়ার সহযোগিতায় ও সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ এমদাদ হকের সার্বিক তত্ত্বাবধানে সোমবার দুপুরে শতাধিক শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে আয়োজিত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুয়েল মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনার মিয়া, সমাজসেবক আবুল কাশেম, সাংবাদিক গোলাম সারোয়ার, জগন্নাথপুর ইয়াংস্টারের উপদেষ্টা নূর আহমদ রুদ্র ও জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের প্রভাষক সাজ্জাদ রহমান। সভাপতিত্ব করেন, জগন্নাথপুর ইয়াংস্টারের সভাপতি আব্দুল মুকিত। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মাহির ও সাংবাদিক জুয়েল আহমদ।
Leave a Reply