জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোর প্রত্যাশা সামাজিক সংগঠন ও অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং আসকর আলীর সার্বিক সহযোগিতায় ৪ শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আলোর প্রত্যাশা সামাজিক সংগঠন উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী রুহেল আমীন, কামাল ইয়ামীন, আলাউদ্দিন, জুবের, মিফতা মিয়া, নূর আলী, প্রিন্সেস এস. কে, আমেরিকা প্রবাসী হুমাইয়ুন ও অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের রুম্মান সহ প্রবাসীদের অর্থায়নে পৌর এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার দুপুরে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন, আলোর প্রত্যাশা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউল হক জিয়া, সদস্য সাইবুর রহমান সানী, কার্যকরী কমিটির সভাপতি আল মামুন, জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদ আহমদ, সহ সভাপতি তাহমিদ আহমদ, সাধারণ সম্পাদক রুহুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য আনিসুর রহমান, তফজ্জুল হক, রফিক আহমদ, জুনেদ আহমদ, রুম্মান আহমদ ও আলী হোসেন।
Leave a Reply