জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে এক্সিম ব্যাংকের উদ্যোগে ৩০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাশিম।
ইউপি সদস্য আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সচিব সামছুল আলমের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, সদস্য তারা মিয়া, মোজাফর আলী লিটন, হনুফা বেগম, রশিকা বেগম ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মালিক।
Leave a Reply