জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউসকান্দি আব্দুস সামাদ আজাদ আঞ্চলিক মহাসড়কে জগন্নাথপুর থেকে ডাবর পর্যন্ত ২২ কিলোমিটার ৯১ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা সদরে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে মেঘারকান্দি-হরিনাকান্দি গ্রামে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমও উদ্বোধন করেন।
Leave a Reply