জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুচোর সিন্ডিকেটের ৪ সক্রিয় সদস্যকে পুলিশ আটক করেছে।
আটকৃতরা হলো, পৌরসভার ভবানীপুর এলাকার মৃত গয়াছ মিয়ার ছেলে আনাই মিয়া আয়ান, ইকড়ছই এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুস শহিদ, কলকলিয়া ইউনিয়নের ইসলামপুর আলখানারপাড়ের নজির আলীর ছেলে ছালিক মিয়া বাচ্চু ও মৃত আব্দুস শহিদের ছেলে সানোয়ার হোসেন সানু। আটককৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত ৮টা থেকে শনিবার ভোররাত পর্যন্ত জগন্নাথপুর থানার একদল পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে ১৫টি গরুসহ এই ৪ জনকে আটক করে।
এর আগে বৃহস্পতিবার রাতে পৌরসভার ভবানীপুর এলাকায় এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করে পিকআপে তুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়ায় চোরেরা পালিয়ে গেলেও গাড়িটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ এই গাড়ির সূত্র ধরে শুক্রবার রাত ৮টার দিকে পৌর এলাকার আলখানারপাড় এলাকায় অভিযান চালিয়ে সানু মিয়ার বাড়ির একটি গোপন কক্ষ থেকে ৭টি গরু উদ্ধার করে।
পরে পুলিশ সানু মিয়াসহ অপর ৩ জনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক এবং আরো ৮টি উদ্ধার করে। উদ্ধারকৃত ১৫টি গরুর বাজারমূল্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে চুরি হওয়ার পর উদ্ধারকৃত ১৫টি গরুর মালিক তাদের গরু শনাক্ত করেছেন। আদালতের মাধ্যমে মালিকদেরকে গরুগুলো দেওয়া হবে।
Leave a Reply