সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর হতে কাঁঠালখাইড় পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে যান চলাচল বন্ধ রেখে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুরে নয়াবন্দর, দাওরাই, শাহাড়পাড়া ও সৈয়দপুর লাইটেস, ট্রাক, সিএনজি ও অটোরিক্সা ঐক্য পরিষদের উদ্যোগে নয়াবন্দর পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের লোকজন অংশ নেন।
আয়োজক সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সুয়েবুল হক শাহানাজ, মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুহেল আহমদ খান টুনু ও সমাজসেবক আজিজুর রাজা চৌধুরী আনা।
বক্তারা বলেন, এই রাস্তার বেহাল দশার কারণে আশারকান্দি ও সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়নের লক্ষধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
Leave a Reply