সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হালোখাল দাওরাই নদী পারাপারের সময় খেয়া নৌকা ডুবে শাহ সুমি বেগম (১৬) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
সে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই পশ্চিমপাড়া গ্রামের শাহ আলতা মিয়ার মেয়ে এবং ষড়পল্লী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।
শনিবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ি থেকে পরীক্ষা দেয়ার জন্য বিদ্যালয়ে যাবার পথে নৌকা ডুবে সে নিখোঁজ হয়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা ধরে উদ্ধার তৎপরতা চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান পাননি।
এ ব্যাপারে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অখিল কুমার সিংহ জানান, নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুসরালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ডুবুরি দল নিখোঁজ ছাত্রীটির সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে।
Leave a Reply