জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দক্ষিণ পাইলগাঁও গ্রামের আশিঘর পাড়ায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে হামলা চালিয়ে একটি পরিবারের বসতঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। এ সময় ২ জন আহত হন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীর জানান, বিকালে খেলার মাঠে মাসুক আলীর ছেলে মুহিবুর রহমান, পরিমল দাসের ছেলে নিতাই দাশকে তুচ্ছ ঘটনায় লাথি মারলে মন্ত দাসের ছেলে অসিম দাশ প্রতিবাদ করে। এ নিয়ে তার সাথে কথা কাটাকাটি ও মারামারি হয়। ইউপি মেম্বার সহ অন্যরা বিষয়টি সালিশে মীমাংসায় চেষ্টা করেন; কিন্তু মাসুক আলী তা অমান্য করে মন্ত দাশের বাড়িতে হামলা চালান। এতে মন্ত দাশের স্ত্রী রানী দাশ ও ছেলে অসিম দাশ আহত হন। রানী দাশকে জগন্নাথপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply