হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের একটি প্রতিনিধি দল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামে সন্ত্রাসী হামলায় আহতদেরকে দেখতে গিয়েছিল।
মঙ্গলবার সংগঠনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সেখানে যায় এবং ঘটনার ব্যাপারে তদন্ত চালায়।
জগন্নাথপুর থানায় ১১ জানুয়ারি দায়ের করা মামলার বরাত দিয়ে প্রতিনিধি দলের প্রধান দেলোয়ার হোসেন খান জানান, নূরুল ইসলাম নামের এক প্রবাসী ও তার লোকজনের হামলায় গ্রামের তাজউদ্দিন, তার পিতা, ভাই, স্ত্রী ও সন্তান সহ কমপক্ষে ১০ জন আহত হয়।
গুরুতর আহত তাজউদ্দিনের ভাই মঈন উদ্দিন এখনো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply