নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হলিকোনা-রানীগঞ্জ বেড়িবাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছে।
শনিবার সকালে কুশিয়ারা নদীর পাড়ে হলিকোনা বাজারের নিকটে পোল্ডার ১ উদ্বোধন করেন, রানীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য তেরা মিয়া তেরাব।
এসময় আরো উপস্থিত ছিলেন, এখলাছুর রহমান আখলই, ফেরদৌস মিয়া, আমির উদ্দিন ছোট, আব্দুল মজিদ, আব্দুস সালাম, বকুল মিয়া, জামাল মিয়া, গয়াছ মিয়া, সমছু মিয়া, সাইফুল ইসলাম ও এলেমান মিয়া।
এক কিলোমিটার দীর্ঘ এই বেড়িবাঁধটি নির্মিত হলে নলুয়ার হাওর ও মইয়ার হাওরের বোরো ফসল অকাল বন্যা থেকে রক্ষা পাবে।
Leave a Reply