জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন শনিবার সকালে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছার। প্রধান বক্তা ছিলেন, সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা সভাপতি সুয়েব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি দেবাশীষ বিশ্বাস, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মানিক ঘোষ, শিক্ষা ও পরিবার বিষয়ক সম্পাদক অ্যাডভোকটে মাহফুজা বেগম সাঈদা, সদস্য জামিল আহমদ, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমদ, অ্যাডভোকোট ফখরুল ইসলাম ও আব্দুল লতিফ নূতন। বিশেষ বক্তা ছিলেন, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জুবেল আহমদ অপু ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক দিবাংশু দাশ মিঠু। সভাপতিত্ব করেন, প্রস্ততি কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। ছালিক আহমদ পীর ও শাহ আব্দুল মুমিন সুজেলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল মনাফ।
Leave a Reply