জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইতালীর পালেরমো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনু আলী ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার দুপুরে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকমের অফিসে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়।
সাংবাদিক অমিত দেবের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংবাদিক আলী আহমদ, গোবিন্দ দেব, জুয়েল আহমদ, কামরুল ইসলাম মাহি ও রেজুওয়ান কোরেশী।
পরে মজনু আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
Leave a Reply