জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো জাহিদুল ইসলামকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বৃহস্পতিবার, ৩ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দের উদ্যোগে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাস। প্রাক্তন শিক্ষার্থী রুহুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম, অভিভাবক আলীনূর, হাফিজ মিয়া, প্রাক্তন শিক্ষার্থী মো মনিরুল ইসলাম, এম ফজরুল ইসলাম, শাহ জামাল, সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, শিক্ষার্থী সৈয়দা তানিয়া বেগম, প্রাক্তন শিক্ষার্থী রাসেল বক্স, প্রাণেশ দাস, বাবুল মিয়া, আলী রাজ, রুনু মিয়া, মাশরুর করিম, আলী আমজাদ ও রহিম উদ্দিন।
অনুষ্ঠানে বিদায়ী সহকারী প্রধান শিক্ষক মো জাহিদুল ইসলামকে নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে বিদায়ী শিক্ষক বিদ্যালয় চত্বরে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন।