জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাব্বির মিয়া নামের ১০ বছরের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ সময় আরও ২ জন আহত হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রানীগঞ্জ দক্ষিণ পাড়ের বাসস্ট্যান্ড নিয়ে দীর্ঘদিন ধরে আলমপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে মজনু মিয়া ও তার ৪ ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের আবদুল কাইয়ূমের ছেলে সাব্বির মিয়া প্রাণ হারায়।
গুলিতে আহতরা হলো, আলমপুর গ্রামের নছর উদ্দিনের ছেলে মোজাম্মিল মিয়া ও নোয়াগাঁও গ্রামের আব্দুল মালিকের ছেলে আকবর মিয়া। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুরের সার্কেল এএসপি মাহমুদুল হাসান চৌধুরী জানান, সাব্বির মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply