সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যৌতুকলোভী শিক্ষক-স্বামী মৃদুল চন্দ্র সরকার চাপ প্রয়োগ এবং শারীরিক ও মানসিক নির্যাতন করে স্ত্রী চম্পা রানী দাসকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছেন অভিযোগ করা হয়েছে।
জগন্নাথপুর থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, শনিবার মৃদুল চন্দ্র সরকার স্ত্রীকে বাসার ভিতরে রেখে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে কর্মস্থলে চলে যান। বিকেল ৩টায় বাসায় ফিরে দেখতে পান, চম্পা রানী দাস সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তিনি বিষয়টি স্ত্রীর ভাইদের জানানোর পর তারা ছুটে এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। রবিবার দুপুরে ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়।
চম্পা রানী দাসের ছোটভাই নীহার চন্দ্র দাস বাদি হয়ে রবিরার মৃদুল চন্দ্র সরকারকে প্রধান আসামি এবং তার ভাই ইসহাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সরকার ও মা প্রেমলতা সরকারকে আসামি করে জগন্নাথপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়েছে,২০২১ সালের ৩ অক্টোবর সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের আঙ্গারুয়া গ্রামের নিখিল চন্দ্র দাসের মাস্টার্স পড়ুয়া একমাত্র মেয়ে চম্পা রানী দাসের সঙ্গে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাঁনপুর গ্রামের যামিনী সরকারের ছেলে মৃদুল চন্দ্র সরকারের বিয়ে হয়। বিয়ের পরপরই মৃদুল চন্দ্র সরকার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাঠকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং স্ত্রীকে নিয়ে পাশের দাউরাই গ্রামে লন্ডন প্রবাসী দুদু মিয়ার বাসায় ভাড়া থাকতে শুরু করেন; কিন্তু বিয়ের পরপরই জগন্নাথপুর উপজেলা সদরে বাসার জায়গা কিনবেন বলে যৌতুক হিসেবে ১০ লাখ টাকা বাপের বাড়ি থেকে এনে দিতে স্ত্রীর উপর চাপ দিতে থাকেন। করতে থাকেন শারীরিক ও মানসিক নির্যাতন। প্রতিদিন সকালে কর্মস্থলে যাওয়ার সময় বাসার বাইরে থেকে তালা ঝুলিয়ে যেতেন।
এক পর্যায়ে মামলার বাদি চম্পা রানী দাসের ছোটভাই নীহার রঞ্জন দাস ২০২১ সালের ১৪ অক্টোবর ভগ্নিপতিকে একলাখ পাঁচ হাজার টাকা প্রদান করেন। এতে কিছুদিন ভাল কাটলেও একপর্যায়ে আবার মৃদুল চন্দ্র সরকার, মুকুল চন্দ্র সরকার ও প্রেমলতা সরকার মিলে চম্পা রানী দাসের উপর সবধরনের নির্যাতন শুরু করে, যার পরিণতিতে চম্পা রানী দাস শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা সৈকত দাস জানান, মরদেহের ময়না তদন্ত শেষ হয়েছে।
Leave a Reply