জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্যাডাগজি ও আইসিটি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক ও চেয়ারম্যান মখলুছ মিয়া, প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার ও টেকনিশিয়ান অরূপ সরকার।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
এদিকে পৃথক আরেক অনুষ্ঠানে উপজেলা পরিষদের অর্থায়নে মহিলা বিষয়ক অধিদফতরের ২০ জন প্রশিক্ষিত নারীর কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply