জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এবার উপজেলায় ৩৩টি সার্বজনীন ও ৬টি পারিবারিক মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সবখানেই এখন উৎসবের আমেজ বিরাজমান। কেনাকাটাও কম হয়নি। হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকেই দেবীর আরাধনায় নিজেকে সমর্পণ করতে প্রস্তুত হয়ে গেছেন।
শুকবার থেকে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হবে। এ বিশাল আয়োজন যাতে কোনভাবেই ব্যাহত না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত-জানালেন জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চেীধুরী।
Leave a Reply